কেমন ওস্তাদ হে তুমি

  • তাল : -

কেমন ওস্তাদ হে তুমি

লেটো গান

কেমন ওস্তাদ হে তুমি, দেখব আজ সভাস্থলে।
ভীত হবে, তোর ঐ দম্ভে, যে হবে কচি ছেলে॥
ক্ষুধার্ত সিংহ এসেছে,
মৃগদের কি রক্ষা আছে,
সাধের সামগ্রী পেয়েছে, আজিকে সে অবহেলে॥
করো না আর ফাকুর ফুকুর,
আজ এসেছে দড়বাবা তুর,
সাজে কি অসভ্য ধুঁদুর, সভ্য ময়ূরের দলে॥
হংসের মাঝে বক যেমন,
মানায় কিরে, ওরে দুর্জন,
বেহায়া নাই কেউ তুর মতন, মর্গা রে তুই ডুবে জলে॥
সকাল বেলার মেঘের মতন,
আর কত করবি রে গর্জন,
নত মাথায় পালা এখন, নজরুল এসলামে বলে॥