বাঁকা নদীর গতিক বোঝা ভার

  • তাল : -

বাঁকা নদীর গতিক বোঝা ভার

লেটো গান

যুবক : বাঁকা নদীর গতিক বোঝা ভার।
ঐ নদীতে, নামিস্ না ভাই খবরদার॥
ঐ নদী শুখ্নো ছিল, বন্যা এলো রে, নাইকো নদীর কূল কিনার॥১
কাল পাহাড়ি ভেঙে নদীতে পড়ে গেল ঢল,
ও ধারেতে মাঝি করে, সামাল! সামাল!
রূপ সাগরে, পিছল ঘাটে, পড়ে করবি হাহাকার॥
ও নদী, ত্রিধারাতে বয়,
ব্রহ্ম, বিষ্ণু, মহেশ্বর, কোনখানেতে রয়,
ভেসে যায়, রূপ সাগরে, প্রেমের মানুষ চমৎকার॥
যুবতী : খণ্ড নদী, পাতাল ভেদি, ঐ নদীতে নেমো না।
ক্ষণে ক্ষণে জলাকীর্ণ, জোয়ার এসে হয় ফেনা॥
নামার যদি ইচ্ছা কর,
কাপড় ছেড়ে, গামছা পর,
নোনা জলে করবে জড় সড়, সাবান দিলে যাবে না॥
উভয়ে : নজরুল এসলামে কয়,
বাঁকা নদী, খণ্ড নদী, পাতাল ভেদি বয়,
সেখানে, রূপসাগরে, প্রেমের মানুষ, মিলেছে ভাই চমৎকার॥