ল্যগী হ্যায় বাজী

  • তাল : -

ল্যগী হ্যায় বাজী

নারী : ল্যগী হ্যায় বাজী, ল্যগী হ্যায় বাজী
কৃষ্ণ কান্হা আওর রাধা সে আজ
লগী হয়ে বাজী॥
পুরুষ : শর্ত যতী আপনের তক সখিয়া
শুন লো রাধা প্যারী
ম্যায়া হাক তো হার তুমহারী
তুমহারে তো হমারী
দের ন কর অব বিধি দুলারী
কহনে ল গে হ্যাঁয় কৃষ্ণ মুরারী
নারী : কাম হ্যায় ক্যা পহলে তো বতাও
কিস মুখ সে তুম বাজী লগাও
পুরুষ : ইতনী সী বস শর্ত হমারী
যমুনা তট পর জাকর প্যারী
ভর গগরী পানি কী লও
তব হী জীত তুম্হারী, প্যারী
নারী : য়হ শুনতে কী চলি রাধা প্যারী
পনিয়া ভরন কো যমুনা তীরে
কৃষ্ণ কী লীলা কৃষ্ণ হী জানে
ডুব গায়ে সব ‘নাম’ মে-বী।
অব রাধা কো যমুনা জী হ্যায় বুলা রহী।
নারী : ছুপ গই তো ক্যোঁ ছুপ গই
আর আ যা যমুনা প্যারী
ইস করণ কণ মেঁ তেরে প্রাণ বসে হ্যায়
অব, তেরী দরশ দিখা দে আ-যা যমুনা প্যারী।
রাধা কী প্রীত হ্যায় ন্যারী, প্রেম কিয়া তো
বন গই যমুনা, ভর লই গগরী সারী
আওর পরীকর আই রাধা
তো কহনে লগে-মুরারী।