এ কি ঐ ঐ দূরে কর্ণ পাশে জননীরে দেখি

  • তাল : -

এ কি ঐ ঐ দূরে কর্ণ পাশে জননীরে দেখি

লেটো গান : ‘কর্ণ বধ’

এ কি? ঐ ঐ দূরে, কর্ণ পাশে জননীরে দেখি।
ক্রোড়েতে কর্ণের শির, ঝরিতেছে আঁখি॥
কেন, কেন কেন সখা, রথ লয়ে চল,
মাতা কেন কর্ণ পাশে? বল সখা বল।
একি? কেন তব ঝরিতেছে আঁখি।
বল, বল সখা, কিছুই বুঝিতে নারি এ কি!