শোনো রানী লোকে মোরে দাতা কর্ণ বলে

  • তাল : -

শোনো রানী লোকে মোরে দাতা কর্ণ বলে

লেটো গান : ‘দাতা কর্ণ’

কর্ণ : শোনো রানী, লোকে মোরে দাতা কর্ণ বলে।
দান যদি নাহি দিই বলিবে সকলে॥
দাতা কর্ণ দাতা নয়,
তাই রানী নিশ্চয়,
পুত্র বধি মাংস রাঁধি দিব কতূহলে॥
রানী : তাই হোক মহারাজ, চল দোঁহে যাই।
শোক দুখ ত্যাজি রব অতিথি সেবায়॥
শিশু মাংস রাঁধিয়া।
দিব পাতে তুলিয়া।
অমর হইয়া রব, মোরা এ ধরায়॥