ও লো জেলেনী আমার ভাত নাইরে ঘরে

  • তাল : -

ও লো জেলেনী আমার ভাত নাইরে ঘরে

লেটো গান : ‘জেলে ও জেলেনী’

জেলো : ও লো জেলেনী, আমার ভাত নাইরে ঘরে।
কি খাবা গো, যাবো যে মরে।
আমি যাবো সাগরে॥
সেথা মাছ ধরবো রে,
মাছ বিচে টাকা আনবো রে,
গয়না আনবো রে॥
জেলেনী : আমি যাবো তোর সাথে রে,
একলা ঘরে কেমন করে থাকবো রে
ও জেলো রে॥
জেলো : ও লো জেলেনী, তু একলা থাক ঘরে,
তব গাঁয়ে থাকবি রে,
বাড়ির পাশে রাঙা বুড়ির বাড়ি রে,
সে তুকে দেখবে রে॥
আমি মাছ ধরতে যাবো সাগরে॥
জেলেনী : ও জেলো তুই যাস্ না সাগরে।
তোর বিহিনে আমি থাকবো কেমুন কোরে রে,
ও জেলো তুই যাস্ না সাগরে॥
জেলো : ও জেলেনী, তুই থাক রে একলা
তুই থাকরে ঘরে।
আমি ঠিক ফিরে আসবো রে।
আকাল লেগেছে হায় খাবার নাই ঘরে।
তুই গোবর কুড়ুবি রে, ঘটি দিবি রে
তা বেচবি রে,
ছাঁকি জলে চিংড়ি পুটি ধরবি রে,
রাঙা বুড়িকে নিয়ে ঘরে রইবি রে
আমি আবার ফিরে আসবো রে।
আমি একা যাবো রে
তোর যৈবুন দেখে যদি কেউ আমায় মেরে দেয় রে
তখুন কি হবে রে;
তুকে নিয়ে পালিয়ে যাবে রে
তাই বলি তু ঘরে থাক রে॥
জেলেনী : ও জেলে তু যারে সাগরে,
আমি একলা থাকবো রে,
রাঙা বুড়ি লোক ভালো রে।
তুর যৈবুন আমি আগলে রাখবো রে,
ও তু তাড়াতাড়ি ফিরে আসিস রে॥