সখি রাঙাও না রাঙাও না

  • তাল : -

সখি রাঙাও না রাঙাও না

সখি রাঙাও না, রাঙাও না, রাঙাও না।
খুনের মেহেন্দী দিয়ে এ হাত মোর রাঙাও না॥
আজ মেরা শাদী হবে
কাল প্রিয় জঙ্গে যাবে,
শহীদ হইতে প্রিয়র মনোবাসনা॥
(কোথা) মদিনা খেজুরের বাগ,
এ যে কারবালা খুনেরি ফাগ,
খুনে খুনে রাঙা চারদিক, খুনেরি ঝরনা॥
মদিনার বাগে খেলিতাম খেলা,
কত মধু কল্পনা গোধূলিবেলা,
এ প্রান্তর কারবালা, মুছে দিল মোর কল্পনা॥ - ঐ