নয়না গাঁয়ের নয়নমণি

  • তাল : -

নয়না গাঁয়ের নয়নমণি

নয়না গাঁয়ের নয়নমণি,
সে যে রূপের রানী গো।
তাকে দেখেছিলাম হাটের পথে,
তার নামটি নাহি জানি গো॥
নীলাম্বরী ছিল তাহার অঙ্গ ঘিরিয়া,
যৌবন উচ্ছলে পড়ে বসন ছিঁড়িয়া,
তাকে দেখবো বলে পাড়ি দিলাম,
ভরা গাঙে পানি গো॥