আসর বন্দি আগে নামেতে তোমার

  • তাল : -

আসর বন্দি আগে নামেতে তোমার

লেটো গান

আসর বন্দি আগে নামেতে তোমার।
তোমার শত পাক নামেতে রাখি চারিধার॥
আখেরি রসুলের তরে
পোস্তুদান এই আসরে
দাও গো আমারে দুশমনের দাগার পরে হই না গেরেপ্তার॥
মশরেকে আবু বক্করে
মগ্রবে হজরত উম্মরে
রাখি গো দ্বারে জেবরা এলে উত্তরে নেঘাবান আমার।
সেরে খোদা দক্ষিণেতে
হাসেন হোসেন ওধোগতে
ঊর্দ্ধ দিগেতে মেহেরবান হও, আসরেতে দুশমন হোক জেরবার॥
মা বাপ ওস্তাদের কদমে
আদাব করলে শত হরদমে
সাল্লাম খাস আদমে, কয় অধীন নজরুল এসলামে, দাও গো আজি কেনার॥