যাও যাও ছুটে যাও ও কর্মবীর

  • তাল : -

যাও যাও ছুটে যাও ও কর্মবীর

লেটো গান : ‘রাজা জয়চাঁদের ধর্ম পরীক্ষা’

যাও যাও ছুটে যাও, ও কর্মবীর।
আমি আছি পশ্চাতে ধরিয়া নিশান মুছাতে অশ্রুনীর॥
ভয় করো না সে রাক্ষসীরে।
বন্দিনী হবে সে কারাগারে,
এবার রূপে তার ধরবে অনল, ঝরিবে অশ্রু নীর॥