চলে ঐ আনন্দে ঝর্না রানী

  • তাল : -

চলে ঐ আনন্দে ঝর্না রানী

গীতি-আলেখ্য : ‘জীবন-স্রোত’

চলে ঐ আনন্দে ঝর্না রানী।
নৃত্যভঙ্গে দোলে অঙ্গখানি॥
সে-নাচ ছন্দে ঝরে স্বর্ণরেণু
বন-রাখাল বাজায় মোহন বেণু,
আবেশে অবশ আজি শ্যাম বনানী॥
হেরে সে-নৃত্য ঐ শত তারকা
গগনে খুলিয়া আজি মেঘ ঝরোকা।
বিহগ-বিহগী নাচে, শিখরে শিখী,
তরুলতা সাথে নাচে কাননে মৃগী,
করে – চাঁদিমায় রজনীতে কানাকানি॥