ওঁ নমন্তে শ্রী বিলাতী

  • তাল : -

ওঁ নমন্তে শ্রী বিলাতী

নাটিকা : ‘বিলাতী ঘোড়ার বাচ্চা’

ওঁ নমন্তে শ্রী বিলাতী অশ্ব সায়েব হর্স নমোনমঃ
চতুষ্পদ একপুচ্ছ মৃঙ্গহীন জীবন আদর্শ
সায়ব হর্স নমোনমঃ॥
এ্যাই, আরে পঙ্খীরাজের বাচ্চা আমার ঘোড়া ছুইট্যা যাও।
ক্যাৎরাইয়া দুই চক্ষুরে ঘোড়া ছ্যাৎরাইয়া তাজ পাও॥
স্বর্গপানে ল্যাজ উঠাইয়া, (ছোট) চিঁহি চুঁহু চিঁহি চুঁহু ডাইক্যা
আমরা দুজন রাত্র জাগুম ছোলা ভিজাইযা রিইখ্যা (রে)
ফার্স্ট যদি না হও ঘোড়া, (তোমার) ঘোড়ানীর মাথা খাও
(হালা) পটপটাইয়া খাও॥