নাথ সহজ কর লঘু কর

  • তাল : -

নাথ সহজ কর লঘু কর

নাথ সহজ কর লঘু কর এই জীবনের ভাব।
সুন্দর ও সরল কর জটিল এ সংসার॥
লোভ দিও না তৃপ্তি দিও
অল্পে যেন মন ভুলিও
শক্তি দিও ধৈর্য দিও দুঃখ সহিবার॥
বিপুল হয়েও সাগর যেমন হিল্লোলিয়া ওঠে
তেমনি যেন বোঝা বয়েও গানের ভাষা ফোটে।
সারা দিনের শ্রমের পরে
ডাক্‌ব তোমায় পরান ভরে
তোমার নামের ভেলায় চড়ে হেসে হব ভব পার॥