শঙ্কর সাজিল প্রলয়ঙ্কর সাজে রে

  • তাল : -

শঙ্কর সাজিল প্রলয়ঙ্কর সাজে রে

শঙ্কর সাজিল প্রলয়ঙ্কর সাজে রে।
বজ্রের শিঙ্গা মেঘের ডম্বরু বাজে গুরুগুরু
বাজে অম্বর মাঝে রে॥
রুদ্র নৃত্য বেগে জটাজুটে গঙ্গা;
বৃষ্টি হয়ে ঝরে সৃষ্টির বক্ষে অধীর তরঙ্গা।
শন শন ঝঞ্ঝায় বিদ্যুৎ নাগিনীর ঘন শ্বাস
অপগত হল ভয়, বন্ধন হল ক্ষয়
হেরি অশিব-সংহর নটরাজে রে॥