শংকর রূপে শ্যামল আওল

  • রাগ : Shonkora (Bilabol thai)
  • তাল : Trital

শংকর রূপে শ্যামল আওল

শংকর-রূপে শ্যামল আওল।
ত্রিনয়ন মেলি’ আঁখি-প্রসাদ বিলাওল॥
দাঁড়াল ত্রিভঙ্গে
নীপবন রঙ্গে
পঞ্চশর সঙ্গে করি’ সঙ্গীত গাওল॥
গোপিনীরা ভাবে, গাহে বিহঙ্গ বুঝি
স্বপ্নাবেশে রাতে ফেরে শ্যামে খুঁজি।
হেরি পিনাক পাণি
মুখে ঘোম্‌টা দিল টানি –
দিগ্‌ বসনে হেরিয়া রাজে রাধা লুকাওল॥