রুপের পেখম খুলে ময়ুরীর প্রায়

  • তাল : -

রুপের পেখম খুলে ময়ুরীর প্রায়

রুপের পেখম খু’লে ময়ুরীর প্রায়
(তোর)দেহ নব নীরদ পানে যেতে চায়!
কোনো বাধা মানে না!
(বিজলিরে দীপ ভাবে, বাধা মানে না!
বাদল গরজিলে মাদল ভাবে সে,বাধা মানে না!
পুব-হাওয়ারে কানুর বেণুকা ভাবে সে,বাধা মানে না!
রাধা চরণ-ধূলি দে!
যে প্রেমে সব বাধা হয় রাধার কিঙ্করী, সেই প্রেম দে লো!
আমি উপনদীর মত লো
মিশিব তোর প্রেম-যমুনায় উপনদীর মত লো,
তোর সাথে কৃষ্ণ সাগর-তীর্থ যাব উপনদীর মত লো)॥