শূন্য বুকে ফিরে আয় ফিরে আয়

শূন্য বুকে ফিরে আয় ফিরে আয়

শূন্য বুকে ফিরে আয় ফিরে আয় (উমা)
তোরে হারায়ে মাগো ফুরায়েছে সব সুখ বায়ু বিনা যেমন আয়ু ফুরায়॥
ক্ষীর নবনীর থালা কাছে রাখি
কাঁদি আর তোর নাম ধরে ডাকি।
তোরে যে মাগো খুঁজে ফিরে আঁখি প্রতিরূপ প্রতিমায়॥
চাঁদের মুখে তোর মুখ খুঁজি
উমা বলে ডাকি, মা বলে পূজি
তুই নাকি হয়েছিস্‌ জগৎ জননী জগৎ ছাড়া কি মা আমি শুধু হায়॥