শোন মেঘ ঘনশ্যাম ডাকে

শোন মেঘ ঘনশ্যাম ডাকে

শোন মেঘ-ঘনশ্যাম ডাকে আমারে দিস্‌নে লো পথে বাধা।
সখি বাধায় প্রেম-বিন্দু পড়িলে বাধা হয় অনুরাধা॥
(পথের সব বাধা রাধার অনুসারিণী হয়, বাধা হয় অনুরাধা)
তটিনী শুনেছে সাগরের আহ্বান, আর কে রাখিবে তারে,
মেঘ দেখে সুখে কদম্ব কেয়া ফুল না ফুটিয়া কি পারে?
কোটি কুসুমশর অঙ্গে যার বরষে কি করিবে বারিধারা তার?
নিতি অসহ বিরহ-দাহনে জ্বলে যে, বজ্র তাহার মণি-হার!
(তার বিদ্যুতে কিবা ভয়, বিদ্যুৎ তার কৃষ্ণ দূতি বিদ্যুতে কিবা ভয়?
যে ঘরে পরে নিতি লোক-গঞ্জনা সয়, তার বিদ্যুতে কিবা ভয়?)
যার প্রেমের পথে বাধা বিধির অভিশাপ, সাপেরে সে ভয় করে না॥