শোনো ডাকে ঐ ডাকে মোরে ডাকে

  • তাল : Dadra

শোনো ডাকে ঐ ডাকে মোরে ডাকে

শোনো, ডাকে ঐ ডাকে মোরে ডাকে।
কাতর ক্ষুধাতুর জনগণ বিশ্বের বিধাতাকে, ঐ ডাকে।
ওরা আসন আমার টলালেঅ
মোর পূর্ণ রসে ভুলালো – আসন আমার টলালো।
ওরা ডাকলে আমি থাকতে নারি (ওরা আমার চরণে নিলে)
আমি যে হরি – আমিও হারি;
ওদের কাঁদন নিবিড় বাঁধন, মন্দিরে বেঁধে রাখে।
মোরে মন্দিরে বেঁধে রাখে॥