শ্যামল তুমি শ্যাম তাই

শ্যামল তুমি শ্যাম তাই

শ্যামল তুমি শ্যাম তাই এ ধরাধাম সাজায়েছ শ্যাম সুষমায়।
অসীম নভোতল সুনীল ঝলমল তব নীল তনুর আভায়॥
তরুলতা পল্লবে হেরি
তব শ্যামরূপ আছে ঘেরি
কালোবরণ হল সাগর-নদী জল হে কৃষ্ণ তোমারি মায়ায়॥
দুখ শোকে দুর্দিনে বরষায়
নীরদ বরণ তব রূপ ভায়
বিশ্বভুবন কবে কৃষ্ণময় হবে জাগি নাথ তাহারি আশায়॥