সখি আমি যেন রূপ মঞ্জরি

সখি আমি যেন রূপ মঞ্জরি

সখি আমি যেন রূপ-মঞ্জরি॥
(যেন) আমার প্রেম-তুলসীর বনে খেলিছেন এসে শ্রীহরি।
আমি যেন রূপ-মঞ্জরি॥
যেন লো মানস গঙ্গার জলে
জল-লীলা মোরা করি কুতুহলে
(মোর) অঙ্গে অঙ্গে আনন্দে তাঁরি নূপুর উঠিছে মর্মরি’॥
(মোর) বাহু দুটি যেন বনমালা হ’য়ে জড়ায়ে রয়েছে মাধবে,
(যেন) চাঁপা রঙ মোর উত্তরী দিনু পীতাম্বর-শ্রীযাদবে।
(যেন) আমার হৃদয়-কমল নিড়াড়ি’
(শ্রী) চরণ রাঙাল বন-বিহারী
(মোর) অঙ্গের লীলা-ব্রজধামে তার বেণু রব ফেরে সঞ্চরি’
আমি যেন রূপ-মঞ্জরি॥