সখি এ নিবিড় বিরহ বেদনা

  • তাল : Dadra

সখি এ নিবিড় বিরহ বেদনা

সখি এ নিবিড় বিরহ-বেদনা সহিতে পারি না আর।
তুলসী বিনা কে জানে নারায়ণ-শিলার কত সে ভার!
পাষাণের নারায়ণে ভালোবেসে
এ কূল ও কূল গেল মোর ভেসে
সুখ-আশে এসে গোকুলে দেখি বিরহের পারাবার॥
গোবিন্দ যেথা, সেথাই যদি এ অশ্রুর ঢলাঢলি,
কুলে কালি দিয়ে িএনু যে অকূলে, কার কাছে আর বলি!
সখি, এ যে শুধু রোদন-বিলাস
তারে চেয়ে কারও মিটেছে কি আশ?
বুকে যে পেয়েছে তার বুকে নাকি আরো বেশি হাহাকার॥