সখি রে আমি তো নিয়েছি বঁধুরে

সখি রে আমি তো নিয়েছি বঁধুরে

সখি রে আমি তো নিয়েছি বঁধুরে কিনে॥
আমি যে সবার মাঝে
কিনেছি যে ব্রজ রাজে
তবু কেন মোরে কহে চোর কেহ কহে লইয়াছি ছিনে॥
যহারা যাহা সাধ বলুক না ওরা
কেহ বলে কালো কেহ বলে গোরা
আমি তো লয়েছি সখি আঁখি খুলে চিনে॥
কেহ নির্গুণ কয় কেহ কহে গুণময়
আমি জানি প্রেমময় গো –
আমি দিয়েছি তাহারে মোর অঙ্গের ভূষণ
মণি মুকুতার হার মুকুট ও কঙ্কন
পূর্ব জনমের শপথ ছিল তাই
মীরা লয়েছে তার গিরিধারী চিনে॥