ও ঝুম্‌রো তীর ধনুক নিয়ে

ও ঝুম্‌রো তীর ধনুক নিয়ে

নৃত্যনাট্য : ‘শাল-পিয়ালের বনে’
ও ঝুম্‌রো! তীর ধনুক নিয়ে বল্‌ না কোথায় যাস?
পাখি যদি মারিস ঝুম্‌রো আমার মাথা খাস।
ঐ শোন্‌ ‘চোখ গেল’ পাখি –
জামের ডালে উঠ্‌ল ডাকি –
শুনিস নাকি মহুল বনে উঠএছ দীঘল শ্বাস॥