নীল হরি এসো নীলে হিরণে

নীল হরি এসো নীলে হিরণে

নীল হরি এসো নীলে হিরণে সেজে মন হরিতে
হে নীল হৃষিকেশ বিজড়িত হয়ে এসো
হিরণ বরণ রাই কিশোরীতে॥
চাঁচর কেশে নীল ময়ূর পাখা
অধরে সোনার হাসি জোছনা মাখা
সুনীল উদার বক্ষ ঢাকা কাঞ্চন কদম মঞ্জুরীতে॥

স্বর্ণ পাখা নীর প্রজাপতি সম
পীত বসন প’রে এসো নীল কিশোর মম।
নীলমণি এসো হলুদ চাঁপার বনে
কনক নূপুর পরি’ নীল চরণে
সোনার ভ্রমর ঘেরা নীর পদ্ম যেন
নব ঘন শ্যাম এসো, বিজড়িত হেম-তড়িতে॥