বিজয়ার পর দেখা হল ভায়া এসো কোলাকুলি করি

বিজয়ার পর দেখা হল ভায়া এসো কোলাকুলি করি

‘হাসি-রাশি’
১ম বৃদ্ধ : বিজয়ার পর দেখা হল ভায়া এসো কোলাকুলি করি।
২য় বৃদ্ধ : হয়েছে হয়েছে ছাড় ছাড় দাদা ভুঁড়ি চাপা প’ড়ে মরি॥
দম্‌কা হাসি খাম্‌কা হাসি বাপ্‌রে পিলে চম্‌কা হাসি।
দম্‌ ফেটে যায় হেঁচকি উঠে হাসি ত’ নয় সর্বনাশী॥ (বিকট হাসি)
শাশুড়ি : ও বৌমা সীম বীজগুলো কেন ফেলে দিলে নাহি রাঁধি?
বৌ : না মা সীম বীজ নয় ওগুলো ইঁদুর নাদি॥

১ম ছাত্র : আরে ও অঝিত! হ’ল কি? মুখে কোঁচা কেন শুধু ঠাসিস্?
২য় ছাত্র : কথায় কথায় কাতুকুতু ভাব যথায় তথায় হাসিস
আর হাসাসনে ভাই শীতে ঠোঁট ফেটে গেছে (ঠোঁট ফাটা হাসি)
হাসিয়ে দিলে কাঁসিয়ে দিলে এবার ভুঁড়ি ফাঁসিয়ে দিলে
নকের জলে মুকের নালে কাপড় চোপড় ভাসিয়ে দিলে॥