শুধু নদীয়ার নহ তুমি

শুধু নদীয়ার নহ তুমি

শুধু নদীয়ার নহ তুমি, আজ
বাঙলার গৌরব।
দিগ্‌দিগন্তে লুটাইয়া পড়ে
তব যশঃ-সৌরভ॥

জলাঙ্গী অঞ্জনা চুর্ণীতে
বাজে তরঙ্গ কল-সঙ্গীতে
কুলকুলু রবে কূলে তাহাদের ধ্বনিছে তোমার স্তব॥
হৃদয়-আসন পাতা ছিল, আজ
পেলে রাজাসন ধীর;
ধন্য হইল শিরোপা আজিকে
বরিয়া তোমার শির।
ওগো বীর, তুমি রাজসম্মান
নিলে জয় করি’, লহ নাই দান;
সুন্দরতম আজ তাই তব
শুভ বিজয়োৎসব॥১