লীলাচঞ্চলল ছন্দ দোদুল চল চরণা

লীলাচঞ্চলল ছন্দ দোদুল চল চরণা

লীলাচঞ্চলল-ছন্দ দোদুল চল-চরণা
হেলে দুলে এলে কে গো গিরি-ঝরনা॥
দুলিয়ে জলের জরিন বেণী নাচো আনন্দে-
রামধনুতে ওড়ে তব রাঙা ওড়না॥
বুলবুলির গান গাওয়াও, নাচাও ময়ূরে,
ফুল-ভূষণে সাজে কানে নিরাভরণা॥
চাহিয়া আছি তোমার পথে শুনেচি নূপুর,
কবে মিলবেেআমার প্রেম-পাথারে-সাগর-শরণা॥