শুভ যাত্রার লগ্ন এসেচে

শুভ যাত্রার লগ্ন এসেচে

শুভ যাত্রার লগ্ন এসেচে কালের মঙ্খ বাজিছে ওই!
কে দেখাবে পথ, প্রদীপ তুলিয়া নিশীথ রাতের বন্ধু কই?
ঘন তমসায় এ মহাসাগরে
কে বাহিবে তরী ভাঙ্গা হাল ধ’রে,
কঙ্কাল-বুকে নাচে মহাকাল, জীবন-দেবতা নাচে তাথৈ!
মোরা স্বার্থ-হিংসা-প্রাচীর গড়িয়া বন্দী হয়েছি আপন ঘরে,
বন্ধুতা ভুলে অন্ধ-কায়ায় বৈরী হয়েছি পরস্পরে।
ভীরু জনগণ আজো গৃহ-কোণে
লাজে অপমানে কাঁদিছে গোপনে,
কোথা হে ভারত-ভাগ্য-বিধাতা অভয়-কণ্ঠে বলো মাভৈঃ॥