হে দুখ হরণ ভক্তের শরণ অনাথ তারণ

  • রাগ : Lachchashakh
  • তাল : Trital

হে দুখ হরণ ভক্তের শরণ অনাথ তারণ

নাটক : ‘ধ্রুব’,
হে দুখ-হরণ ভক্তের শরণ, অনাথ-তারণ হে বিধাতা!
তুমি ধ্রুবজ্যোতি, চাহ যা’র পানে
নিমেসে সে ছুটে যায় তব সন্ধানে।
বৃথা তা’রে সংসার পিছু ডাকে বার বার, হে মুক্তি-দাতা হে বন্ধ-ত্রাতা॥