আর কত দুখ্‌ দেবে

  • তাল : Dadra

আর কত দুখ্‌ দেবে

আর কত দুখ্‌ দেবে, বল মাধব বল বল মাধব বল।
দুখ্ দিয়ে যদি সুখ পাও তুমি কেন আঁখি ছলছল॥
তব শ্রীচরণ তলে আমি চাই ঠাঁই,
তুমি কেন ঠেল বাহিরে সদাই;
আমি এতই ভার এ জগতে যে, পাষাণ তুমিও টল॥
ক্ষুদ্র মানুষ অপরাধ ভোলে তুমি নাকি ভগবান,
তোমার চেয়ে পাপ বেশি হ’ল (মোরে) দিলে না চরণে স্থান।
হে নারায়ণ! আমি নারায়ণী সেনা,
মোরে কুরুকুল দিতে ব্যথা কি বাজে না,
(যদি) চার হাতে মেরে সাধ নাহি মেটে দু’চরণ দিয়ে দ’ল॥