ওরে হতভাগী রক্ত খাগী

ওরে হতভাগী রক্ত খাগী

(ওরে) হতভাগী রক্ত-খাগী, কোথায় ছিলি বল্!
(তোর) দেখে ছিরি ভয়ে মরি চোখে আসে জল॥
বেণী খুলে এলোকেশে
বেড়াস্ এ কোন্ পাগল-বেশে,
চাঁদকে ফেলে নীল আকাশে আন্লি কোন্ অনল॥
(কপালে জ্বাল্বি কোন্ অনল)
(ঐ) সদ্য ফোঁটা পদ্মফুলে কে মাখাল কালি?
মা আমরি কপাল মন্দ কারে দিব গালি।
রাজ-দুলালী আদর পেয়ে
সাজ্লি ছি ছি নাগর মেয়ে,
(তোর) চিন্তে পারি, গৌরী দেখে রাঙা পদতল॥