বাঁশি বাজায় কে

  • তাল : Druto-Dadra

বাঁশি বাজায় কে

বাঁশি বাজায় কে কদমতলায় ওলো ললিতে
শুনে সরে না পা পথ চলিতে॥
তার বাঁশির ধ্বনি যেন ঝুরে ঝুরে
আমারে খোঁজে লো ভুবন ঘুরে
তার মনের বেদন শত সুরে সুরে
তার মনের বেদন শত সুরে সুরে
(ও সে) কি যেন চাহে মোরে বলিতে॥
আছে গোকুল নগর আরো কত নারী
কত রূপবতী বৃন্দাবন-কুমারী
আছে গোকুল নগরে।
কেন আমারি নাম লয়ে বংশীধারী
আসে নিতি নিতি মোরে ছলিতে।
সখি নির্মল কুলে মোর কৃষ্ণ-কালি
কেন লাগালে কালিয়া বনমালী
আমার বুকে দিল তুষের আগুন জ্বালি
আরো কত জনম যাবে জ্বলিতে॥