ও বৌদি তোর কি হয়েছে

  • তাল : Tal-ferta

ও বৌদি তোর কি হয়েছে

ও বৌদি তোর কি হয়েছে চোখে কেন জল
দাদার তরে মন বুঝি তোর হয়েছে উতল॥
তোর দিব্যি দেখেছি স্বপনে
যেন দাদা কথা কইতেছে তোর সনে
দেখিস তোরা আমার স্বপন হবে না বিফল॥
তোর কান্নার সাগরে যখন উঠেছে জোয়ার
বৌদি লো তোর চাঁদ উঠিবার নাই রে দেরি আর।
ও বৌদি তোর চোখের জলের টানে
আমার দাদার সোনার তরী আসতেছে উজানে
দেখ্‌ বাটনা ফেলে হাসছে দিদি চল্‌ ও-ঘরে চল্‌॥