কে দিল খোঁপাতে ধুঁতুরা ফুল

  • তাল : Druto-Dadra

কে দিল খোঁপাতে ধুঁতুরা ফুল

কে দিল খোঁপাতে ধুঁতুরা ফুল লো
খোঁপা খুলে কেশ হলো বাউল লো॥
পথে সে বাজালো মোহন-বাঁশি
তোর ঘরে ফিরে যেতে হলো এ ভুল লো॥
কে নিল কেড়ে তোর পৈঁচী চুড়ি
বৈঁচি মালায় ছি ছি খোয়ালি কুল লো॥
ও সে বুনা পাগল পথে বাজায় মাদল
পায়ে ঝড়ের নাচন শিরে চাঁচর চুল লো॥
দিল নাকেতে নাকছাবি বাবলা ফুলি
কুঁচের চুড়ি আর ঝুঁমকো ফুল দুল লো॥
সে নিয়ে লাজ দু’কূল দিল ঘাঘরি
সে আমার গাগরি ভাসালো জলে বাতুল লো॥