ও কে চলিছে

ও কে চলিছে

ও কে চলিছে বন-পথে একা নূপুর পায়ে বন ঝন ঝন্‌।
তারি চপল চরণ-আঘাতে দুলিছে নদী-দোলে ফুলবন॥
ঝরে ঝর্‌ ঝর্‌ গিরি-নির্ঝর তার ছন্দ চুরি করে,
‘এলো সুন্দর-এলো সুন্দর’ বাজে বনের মর্মরে।
গায় পাখি মেলি আঁখি
বলে, বন-দেবী এলো নাকি?
মধুর রঙ্গে অঙ্গে-ভঙ্গে জাগে শিহরণ॥
সন্ধ্যায় ঝিল্লির মঞ্জির তার
ঝির্‌ ঝির্‌ শির্ শির্ তোলে ঝংকার।
মধুভাষিণী সুচারু-হাসিনী সে মায়াহরিণী’-
ফোটালো আঁধারে মরি মরি
অরুণ আলোর মঞ্জরি
দুলিছে অলকে আঁখির পলকে দোলন-চাঁপার নাচের মতন॥