বাজে মৃদঙ্গ বরষার

  • তাল : Tewra

বাজে মৃদঙ্গ বরষার

বাজে মৃদঙ্গ বরষার ওই দিকে দিকে দিগন্তরে
নীরস ধরা সরস হলো কাহার যাদু-মন্তরে॥
বন-ময়ূর আনন্দে নাচে ধারা-প্রপাত ছন্দে
ঝরঝর গিরি-নির্ঝর স্রোতে অন্তর সুখে সন্তরে॥
শ্যামল প্রিয়-দরশা হলো ধূসর পথ-প্রান্তর
বন্ধু-মিলন-হরষা গাহে দাদুরি অবান্তর।
শ্রাবণ-প্লাবন-বন্যাতে
আজি পুষ্পে পল্লবে বন মাতে
এলো শ্যাম শোভন সুন্দর প্রাণ-চঞ্চল ক’রে মন্থরে॥