কলমা শাহাদতে আছে

  • তাল : kaharba

কলমা শাহাদতে আছে

কল্‌মা শাহাদতে আছে খোদার জ্যোতি
ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মোতি।।

ঐ কল্‌মা জপে যে ঘুমের আগে
ঐ কল্‌মা জপিয়া যে প্রভাতে জাগে,
দুখের সংসার যার সুখময় হয়, তা’র –
মুসিবত আসে নাকো, হয় না ক্ষতি।
তার মুসিবত আসে নাকো, হয় না ক্ষতি॥
হর্‌দম্‌ জপে মনে কল্‌মা যে জন
খোদায়ী তত্ত্ব তা’র রহে না গোপন
দিলের আয়না তার হয়ে যায় পাক সাফ
আল্লার রাহে তার রহে মতি।
সদা আল্লার রাহে তার রহে মতি॥
এস্‌মে আজম হতে কদর ইহার
পায় ঘরে ব’সে খোদা রসুলের দিদার
তাহারি হৃদয়াকাশে সাত বেহেশ্‌ত্‌ নাচে
আল্লার আরশে হয় আখেরে গতি।
তার আল্লার আরশে হয় আখেরে গতি॥