জরীন হরফে লেখা

  • তাল : Dadra

জরীন হরফে লেখা

জরীন হরফে লেখা
রূপালি হরফে লেখা
(নীল) আসমানের কোরআন।
সেথা তারায় তারায় খোদার কালাম
(তোরা) পড়্‌ রে মুসলমান
নীল আসমানের কোরআন॥
সেথা ঈদের চাঁদে লেখা
মোহাম্মদের ‘মীম’-এর রেখা,
সুরুযেরই বাতি জ্বেলে’ পড়ে রেজোয়ান॥
খোদার আরশ লুকিয়ে আছে ঐ কোরআনের মাঝে,
খোঁজে ফকির-দরবেশ সেই আরশ সকাল-সাঁঝে।
খোদার দিদার চাস্‌ রে, যদি
পড়্‌ এ কোরআন নিরবধি;
খোদার নূরের রওশনীতে রাঙ্‌ রে দেহ-প্রাণ॥