দিনের সকল কাজের মাঝে

  • তাল : Dadra

দিনের সকল কাজের মাঝে

দিনের সকল কাজের মাঝে তোমায় মনে পড়ে।
কাজ ভুলে যাই (আমি), মন চ’লে যায় সুদূর দেশান্তরে॥
তুলসী তলায় দীপ জ্বালিয়ে
দূর আকাশে রই তাকিয়ে,
সাঁঝের ঝরা ফুলের মতো অশ্রু বারি ঝরে॥
আঁধার রাতে বাতায়নে এক্‌লা ব’সে থাকি,
চাঁদকে শুধায় তোমার কথা ঘুমহারা মোর আঁখি।
প্রভাত বেলায় গভীর ব্যথায়
মন কেঁদে কয় তুমি কোথায়,
শূন্য লাগে এ তিন ভুবন প্রিয় তোমার তরে॥