দূর আজানের মধুর ধ্বনি

  • তাল : kaharba

দূর আজানের মধুর ধ্বনি

দূর আজানের মধুর ধ্বনি বাজে বাজে মসজিদেরই মিনারে।
এ কী খুশির অধীর তরঙ্গ উঠ্‌লো জেগে’ প্রাণের কিনারে॥

মনে জাগে হাজার বছর আগে
ডাকিত বেলাল এমনি অনুরাগে,
তাঁর খোশ এলেহান, মাতাইত প্রাণ গলাইত পাষাণ ভাসাইত মদিনারে
প্রেমে ভাসাইত মদিনারে॥
তোরা ভোল্‌ গৃহকাজ, ওরে মুসলিম থাম্‌
চল্‌ খোদার রাহে, শোন্‌ ডাকিছে ইমাম।
মেখে’ দুনিয়ারই খাক, বৃথা রহিলি না-পাক,
চল্‌ মসজিদে তুই, শোন্‌ মোয়াজ্জিনের ডাক,
তোর জনম যাবে বিফলে যে ভাই এই ইবাদতে বিনা রে॥