যাদের তরে এ সংসারে

  • তাল : kaharba

যাদের তরে এ সংসারে

যাদের তরে এ সংসারে খাট্‌নু জনম ভোর,
তাদের কেউ হবে না হে নাথ মরণ-সাথী মোর॥
শত পাপ শত অধর্ম ক’রে
বিভব রতন আনলেম ঘরে
সে সকল ভাগ বাটোয়ারা ক’রে খাবে পাঁচ ভূত চোর॥

জীবনে তোমার লই নাই নাম তোমাতে হয় নাই মতি
মরণ-বেলায় তাই কাঁদি পভু কি হবে মোর গতি।
চেয়ে দেখি আজ যাবার বেলায়
কর্ম কেবল মোর সাথে যায়
তরিবার আর না দেখি উপায় বিনা পদতরী তোর॥