মোর বেদনার কারাগারে

  • তাল : kaharba

মোর বেদনার কারাগারে

মোর বেদনার কারাগারে জাগো, জাগো – বেদনাহারী হে মুরারি।
অসীম দুঃখ ঘেরা কৃষ্ণা তিথিতে এসো এসো হে কৃষ্ণ গিরিধারী॥
ব্যথিত এ চিত দেবকীর সম মূর্ছিত পাষাণেরি ভারে
ডাকে-প্রাণ-যাদব, এসো এসো মাধব উথলিছে প্রেম আঁখিবারি
মুরারি উথলিছে প্রেম আঁখিবারি॥
হৃদয়-ব্রজে মম ভক্তি প্রীতি জাগিয়া আছে আশায়,
কদম্ব ফুল সম উঠিছে শিহরি’ মম শ্যাম-বরষায়।
ওগো বন্‌শীওয়ালা, তব না শোনা বাঁশি
শোনে অনুরাগ রাধা প্রণয় পিয়াসী;
গোপন ধ্যানের মধুবনে তব নূপুর শুনি, হে কিশোর বনচারী॥