কুলের আচার নাচার

  • তাল : kaharba

কুলের আচার নাচার

কুলের আচার নাচার হয়ে আছিস্ কেন শিকায় ঝুলে
কাচের জারে বেচারা তুই মরিস্‌ কেন ফেঁপে ফু’লে॥
কাঁচা তেঁতুল পেয়ারা আম
ডাঁশা জামরুল আর গোলাপ-জাম –
যেমনি তোরে দেখিলাম অমনি সব গেলাম ভুলে॥