ভেসে যায় হৃদয়

  • তাল : kaharba

ভেসে যায় হৃদয়

ভেসে’ যায় হৃদয় আমার মদিনা পানে।
আসিলেন রসুলে-খোদা প্রথম যেখানে॥
উঠিল যেখানে রণি’, পথম তক্‌বির ধ্বনি
লভিনু মণির খনি যথায় কোরানে॥
যথা হেরা গুহার আঁধারে প্রথম
ইসলামের জ্যোতি লভিল জনম,
ঝরে অঝোর ধারায় যথা খোদার রহম,
ভাসিল নিখিল ভুবন যাহার তুফানে॥
লাখো আম্বিয়া আউলিয়া বাদ্‌শা ফকির
যথা যুগে যুগে আসি’ করিল ভিড়
তারি ধূলাতে লুটাবো আমি নোয়া’ব শির;
নিশিদিন শুনি তাঁরি ডাক আমার পরানে॥