ঘন দেয়া গরজায় গো

  • রাগ : Misro mollar
  • তাল : kaharba

ঘন দেয়া গরজায় গো

ঘন দেয়া গরজায় গো – কেঁদে ফেরে পুবালি বায়॥
একা ঘরে মম ডর লাগে, কার বিধুর স্মৃতি মনে জাগে,
বারি ধারে কাঁদে চারিধার, সে কোথায় আজি সে কোথায়॥
গগনে বরষে বারি, তৃষ্ণা গেল না তবু আমারি,
কোন্‌ দূর দেশে প্রিয়তম এ বিধুর বরষায়॥