নয়নে নিদ নাহি

  • তাল : Dadra

নয়নে নিদ নাহি

নয়নে নিদ নাহি।
নিশীথ প্রহর জাগি, একাকিনী গান গাহি॥
কোথা তুমি কোন্ দূরে, ফিরিয়া কি আসিবে না,
তোমার সাজানো বনে ফুটিয়া ঝরিল হেনা –
কত আর মালা গাঁথি, কত আর পথ চাহি॥



কত আশা অনুরাগে হৃদয় দউলে রেখে
পুজিনু তোমারে পাষাণ, কাঁদিলাম ডেকে ডেকে।
এসো অভিমানী ফিরে নিরাশার এ তিমিরে
চাঁদের তরণী বাহি’॥