মন নিয়ে আমি

  • তাল : kaharba

মন নিয়ে আমি

পুরুষ : মন নিয়ে আমি লুকোচুরি খেলা খেলি প্রিয়ে।
স্ত্রী : ধরিতে পার না পেতে তাই প্রেম ফাঁদ –
তুমি মেঘ আমি চাঁদ, ফের গো কাঁদিয়ে॥
পুরুষ : মন্দ বায় আমি গন্ধ লুটি শুধু –
চাইনে আমি সে মধু;
স্ত্রী : চাইনে চাইনে বঁধু –
তাহে নাই সুখ নাই, আমি পরশ যে চাই।
পুরুষ : স্বপন-কুমার ফিরি যে আমি মন ভুলিয়ে॥
উভয় : চল তবে যাই মোরা স্বপনের দেশে
জোছনায় ভেসে –
নন্দন পারিজাত ফুল ফুটিয়ে॥