হেরা হতে হেলে দুলে

  • তাল : Druto-Dadra

হেরা হতে হেলে দুলে

হেরা হতে হেলে দুলে নূরানী তনু ও কে আসে হায়,
সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে খুলে যায় –
সে যে আমার কমলিওয়ালা - কমলিওয়ালা॥
তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে
পর্বত জঙ্গম টলমল টলে,
খোরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝ’রে ঝ’রে যায়-
সে যে আমার কমলিওয়ালা - কমলিওয়ালা॥
আসমানে মেঘ চলে ছায়া দিতে,
পাহাড়ের আঁসু গলে ঝরনার পানিতে,
বিজলি চায় মালা হতে,
পূর্ণিমার চাঁদ তার মুকুট হতে চায় –
সে যে আমার কমলিওয়ালা - কমলিওয়ালা॥