আয় মরু পারের

  • তাল : kaharba

আয় মরু পারের

আয় মরু পারের হাওয়া নিয়ে যা রে মদিনায় –
জাত-পাক মুস্তাফার রওজা মুবারক যেথায়॥

মরিয়া আছি দুখে মাশ্‌রেকী এই মুল্লুকে,
পড়ব মাগরিবের নামাজ কবে খানা-এ কাবায়॥
হজরতের নাম তসবি করে যাব রে মিস্‌কিন বেশে
ইসলামের ঐ দ্বীনী ডঙ্কা বাজল প্রথম যে দেশে।
কাঁদব ধরে মাজার শরীফ শুনব সেথায় কান পাতি, -
নবীর মুখে তেমনি কি রে রব ওঠে এ্যায় উম্মতি।
পাক কোরানের কালাম হয়ত সেথা শোনা যায়॥